এ জীবন ধুলোয় মেশানো,
মৃত্যু একমাত্র অবধারিত।
খন্ড খন্ড চিত্র,
বুকে জমাট বাঁধে ক্ষত।


হুঁশ বেহুঁশে পরিত্যক্ত বিবেকবুদ্ধি
লজ্জা শরমে অন্ধ।
পঁচে পঁচে দুর্গন্ধ,
মনুষ্যত্ব বিচারহীন দয়ামায়া বন্ধ।


চলনবলনে চাকচিক্য দেহ বন্দর
নেশার পেশায় পরিত্যক্ত।
গলে গলে রক্ত,
বিষের যন্ত্রণায় ঠাঁই অন্ধত্ব।