রঙিন স্বপ্নের ভবিষ্যৎ কতটুকু সার্থক হবে মনের ;
বলতে চাইছি না।
প্রেম অপ্রেমের পদাবলি কতটুকু স্বাদ মিটাবে ক্ষণিকের ;
শুনতে চাইছি না।
চলার সময়টা ঠিক কতটা ব্যপ্ত হবে জীবনের ;
বুঝতে চাইছি না।
অলৌকিকতা কতটা অবাক করার ক্ষমতা রাখে;
সে লৌকিকতায় ডুবতে চাইছি না।
পৃথিবীসমগ্র জল কতটা গভীর ;
তার সাথে নিজের বোধ মেলাতে চাইছি না।
একটুখানি নিছকতায় অন্যরা কতটা বিদ্রুপতা দেবে;
তার জন্য পা পিছলাতে চাইছি না।
রাজনীতি বা সমাজনীতি আমায় কতটা ক্ষমতাধর করতে পারতো;
তা দিয়ে নিজেকে পরিমাপ করতে চাইছি না।
জীবনের দৌড়ে কার চেয়ে কতটা পিছিয়ে আমি;
সে প্রতিযোগিতায় নিজেকে ভাবাতে চাইছি না।
ভাবতে চাইছি না, অপার ক্ষমতার ঐশ্বর্যময় প্রাসাদে কতটা সুখ।
ভাবতে চাইছি না, আমার পছন্দের জন্য কোনো যৌক্তিকতা।
ভাবতে চাইছি না, কতটা সাচ্ছন্দ্যবোধে স্বাধীন - মুক্ত হই আমি!
ভাবতে চাইছি না, আমার বাইরে আমি কতটা নিস্প্রভ।
ভাবতে চাই কেবল,
- আমি ছাড়া তুমি কতটা পরিপাটি - কতটুকু পরিপূর্ণ!!
- আমি ছাড়া তুমি কতটা অমলিন - কতটুকু অমসৃণ।