যাবে, যেখানে প্রভাত ফেরির ঝলমলে আলোতে সূর্যমুখী ফুল হাসে।
যাবে, যেখানে কুয়াশার ঘন ছায়ায় পাখির কিচিরমিচিররে ছোট খুকি হাসে।
তুমি যাবে, যাবে কি?


যাবে, যেখানে কোদাল টুপরি নিবিড় আত্মীয় শ্রমিক গুলো এ বেলা ও বেলা খাটে।
যাবে, যেখানে কাঁচি মাথাইলের পরস্পর বন্ধুত্ব রোদে ঘামে কৃষক দিনমজুরী খাটে।
তুমি যাবে, যাবে কি?


যাবে, যেখান নৌকা বৈঠার মেলা -মাঝিরা গান গায়- কাশবনে ফুল ফোটে।
যাবে, যেখানে মাছ জালের আড়াআড়ি - জেলে নদীর কাড়াকাড়ি খুশিতে মুখটা ফোটে।
তুমি যাবে, যাবে কি?


যাবে, যেখানে ধান শস্য ফুলের মাতামাতি -বাবুই চড়ুইয়ের হাতাহাতি -ছোট খুকি হাসে চুড়িতে।
যাবে, যেখানে ভাই বোনের মারামারি - দাদু নাতির দৌড়াদৌড়ি ছোট খোকা ছোটে কড়িতে।
তুমি যাবে, যাবে কি?