এই চিরচেনা মেঠো পথ,
আঁকাবাকা বাউল রথ,
যেদিকে তাকাই সবুজের লীলাভূমি,
হলুদে ভরা মাঠ ফসলের জমি,
আমার প্রিয় জন্মভূমি।


এই সেই গ্রামীণ জীবন,
কাদা মাখা কৃষকের দেহ মন,
মাঠে মাঠে রাখাল বাজায় বাঁশি,
আজানের ধ্বনি শুনি, সূর্য মামা দেয় হাসি,
আমার প্রিয় জন্মভূমি।


এই সেই কাকডাকা শিশির ভোর,
মিঠা রোদে ভরে চাদরের আদর,
দেহ জুড়ায় খেজুর রসের হাঁড়িতে,
ছেলেবেলার গন্ধ মিশে আছে নাড়িতে,
আমার প্রিয় জন্মভূমি।


এই সেই লাঙল কোদাল বাঁশের টুপড়ি,
ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির উড়াউড়ি,
বিকেলের পড়ন্ত রোদের উঁকিঝুঁকি,
ঘুড়ি গোল্লাছুটে দলবেঁধে ডাকাডাকি,
আমার প্রিয় জন্মভূমি।