নেশার ধোঁয়াতে পুড়ি আমি
বেদনার অশ্রুজলে ডুবি
প্রেমপ্রীতি শত্রু আমার
সিগারেট বিড়ি আপন ভাবি।


দাড়ি গোঁফে চেহারা আমার
ধূলিমাখা জামা টিশার্ট
ছেঁড়া জরাজীর্ণ জুতো
মরণ ব্যাধিতে তরুণ হার্ট।


ঘর দরজা আলো বিহীন
ঝাপসা পৃথিবী অন্ধ
হৃদয় পুড়ে ছারখার
দুচোখ কালো দাগে অন্ধ।


ঘুমের ঔষধ সিগারেট প্যাক
থুকু থুকু কাশি
রক্ত চাপা বুক
বিলীন মুখের প্রিয় হাসি।


রাতদিন দুপুর বিকাল সন্ধ্যা
ঘুমে নেশায় পার
হাহুতাশে ভরা যৌবন
ক্ষয়ে ক্ষয়ে ভেঙেছে হাড়।


ক্ষুধা তৃষ্ণা মিটছে মদে
ঘুরপাকে পৃথিবী ভ্রমণ
অনুভূতিগুলো ডাকে রোজ
প্রতিবিম্ব তোমার ছবি স্মরণ।


লাল টিপে লাল শাড়ি
শেষ দেখেছি বেশ
হাতে চুড়ি নাকফুল
অসীম সৌন্দর্য্য বিমোহিত কেশ।


সুখ নিদ্রায় কাটুক দিনক্ষণ
সুখে থাক চিরকাল
সন্তানে কোল ভরুক
কেটে যাক সবই ঝঞ্ঝাল।


পুড়ুক নিভুক দেহ আমার
শত অসুখ ক্যান্সার
দিন প্রহর গুনছি
গুটি কয়েক পথে পরপার।