মসজিদের ছিন্নি কতো
খেয়েছি আমি অনেক।
বন্ধুবান্ধব ভাগাভাগি
ছিল অনেক জনৈক।


মিষ্টি পেতাম জিলাপি পেতাম
পেতাম মজার খুরমা।
ছোট  ছোট বিস্কুট পেতাম
কলার পাতায় আমরা।


পায়েস ছিলো খিচুড়ি ছিলো
ছিলো গাছের ফল।
রোজাদারদের ইফতার ছিলো
খেলে লাগতো বল।


ছোলা মুড়ি পেয়ারার সাথে
ইফতার হতো বেশ।
খেজুর পেঁয়াজু থাকতো সাথে
কাটত না রেশ।


মাহফিলে শেষে তোবারক নিতে
ভিড় হতো খুব।
শবে বরাতের ছিন্নি নিতে
আগেই দিতাম ডুব।