ভালবাসার লাল রঙ,
বেদনার নীল রঙ ,
শোকের কালো।


আমিতো ভালোবেসেছি,
বেদনার অনলে পুড়েছি,
প্রেমের শোকে শোকাহত।


ভালোবাসা আকাশের মতো বিশাল,
যন্ত্রণা সাগরের মতো অতল,
বিরহব্যাথা অদৃশ্য।


আমিতো বিশাল আকাশে একা,
যন্তণার গভীরে ডুবন্ত,
অদৃশ্য বিয়োগে আক্রান্ত।


ভালোবাসা না শেষ হওয়া কলম,
কষ্ট শুকনো মর মরে পাতা,
হতাশা মেঘে উড়ানো ঘুড়ি।


আমি সারাক্ষণ লিখেছি চিরকুট,
মেহেদী পাতায় ছুঁয়ে দিয়েছি বারবার,
আশায় আঁচল পেতে এখনো দাড়িয়ে।


ভালোবাসা শত মিথ্যা কথার মিষ্টি,
কোটি বছর আগে শুভ দৃষ্টি,
নেহাতই প্রেমের সৃষ্টি।


আমি শত কথায় কবিতা শুনিয়েছি,
হয়তো অল্প পরিসরে ভুল করেছি,
ফিরে পাবার আশায় এখনো স্বপ্ন বুনছি।