এ প্রস্থান হবে নিভৃতে,
প্রস্থানের উৎসবে মেতে উঠবে ক্ষুদার্ত শকুনেরা।
আপেক্ষিক সুন্দর হয়ে উঠবে শহরের বৃষ্টিস্নাত সন্ধ্যারা।
এ সম্পর্ক হবে ঘোলাটে,
মানুষ অদলবদলে আপনি তুমি হবে
আর তুমি আপনি।
রংবেরঙের রুমালের আড়ালে পাকাপোক্ত সম্পর্কের গাঁথুনি।
এ বিষন্নতা হবে একাকীত্বে,
স্মৃতির জোনাকি পোকাগুলো দম ফুরিয়ে মরবে।
একজন হাসবে আর একজন আঁচলের আড়ালে কাঁদবে।
এ অপেক্ষা হবে লোপাটে,
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।