শুনেছি,
বাম পাঁজরের অংশ দিয়ে প্রিয়তমা সৃষ্টি,
তবে কেন এতো ফষ্টিনষ্টি?


শুনেছি,
জন্মের আগেই মানুষের ভাগ্য লিখালিখি,
তবে কেন এতো অভাগী?


শুনেছি,
মানুষ আপনজনকে হাতের রেখায় খোঁজে,
তবে কেন এতো সাজে?


শুনেছি,
অনামিকা আঙুল সৌভাগ্যের ভুলক্রুটি,
তবে কেন এতো আহুতি?


শুনেছি,
কাশঁফুলে ভিড় জমায় প্রিয়তম প্রিয়তমা,
তবে কেন এতো ক্ষমা?


শুনেছি,
সবুজ ঘাসে খালি পায়ে প্রিয়তমার হাটাহাটি,
তবে কেন এতো লুটোপুটি?


শুনেছি,
অনলাইনে প্রিয়মুখ আলাপে ব্যস্ত,
তবে কেন এতো ন্যস্ত?


শুনেছি,
সিগারেট প্রিয়জন বড্ড বেশি আসক্ত?
তবে কেন এতো রক্তাক্ত?


শুনেছি,
চায়ের টোংঘরে দুজনের চুমুক,
তবে কেন এতো হিংসুক?