জানালায় উড়ানো লাল কাপড়ের ফিতা।
আমি বিমুগ্ধ, অমনি কল্পনার অপেক্ষায়।
যেন আমি দূর থেকে ফিরে না যাই,
ফিরে পাই তোমাকে খোঁজার অপেক্ষায়।


মেহেদী গাছের ঢালে লুকানো চিরকুট।
প্রিয়তম, আমি অভিভূত তোমার চটপটে চিন্তাভাবনায়।
যেন আমি তোমার সন্ধানে আর্তনাদে না ভুগি,
শিমুল গাছের আঙিনায় তুমি আমার আশায়।


পরন্তু বিকেলে মাঠের কোণায় পদচারণ।
আমি বিমোহিত, তোমার আড়চোখে পলকের নেশায়।
যেন আমি মুচকি হেসে ভুলে থাকি সন্ধে ক্ষণ।
ইশারায় বারবার ভালোবাসিতো বলেছো।


রাস্তার মোড়ে অবিরাম দাড়িয়ে থাকা।
আমি লজ্জিত, শরমে মুখ লুকানো বাহানায়।
যেন আমি তাকালেই ঝরঝরে মিষ্টি হাসি লুটে পরে।
দ্রুত হাটতে না পাড়ায় পিছু হেটেছো।


ঘোমটা দিয়ে খাটে গুটিয়ে বসা।
আমি আনন্দিত, বাসরে লজ্জাবতী চাহনির অপেক্ষায়।
যেন আমি লুকোচুরি খেলে তোমার কোলে মাথা রাখি।
পালকিতে চড়ে আমার পালঙ্কে বসেছো।