আচ্ছা, ভাবা যাক!
কোন বৌদি তার ছেলে স্কুলে পৌছাছে কিনা এনিয়ে চিন্তা করছে।


আচ্ছা, ভাবা যাক!
সেলসম্যান সেল রিপোর্টের জন্য বউয়ের প্রেগ্ন্যাসির রিপোর্ট দেখতে ভুল করেছে।


আচ্ছা, ভাবা যাক!
অফিস জ্যামে আটকে থাকা কাকুর কথা যে সকাল থেকে কিছু খায়নি।


আচ্ছা, ভাবা যাক!
তীব্র বৃষ্টিতে ভেজা রিকশাওয়ালা বাড়িতে টাকা পাঠানোর জন্য ছাউনিতে দাঁড়ায়নি।


আচ্ছা, ভাবা যাক!
ট্রেনের ছাঁদে আসা অসহায় পিতা এখনও একটু আরামে ঘুমায়নি।


আচ্ছা, ভাবা যাক!
বাসে ঠেলাঠেলি করে উঠা পত্রিকা বিক্রেতা একটিও বিক্রি করেনি।


আচ্ছা, ভাবা যাক!
জেগে থাকা নিরাপত্তা প্রহরী মশার কামড়ে একটু বসেও থাকতে পারেনি।


আচ্ছা, ভাবা যাক!
ওভারব্রীজে ঘুমিয়ে থাকা ছিন্নমূলের ছেলেটি ঘুরে ঘুরে কোন খাবার পায়নি।


আচ্ছা, ভাবা যাক!
টুংটাং চায়ের শব্দের মিছিলে অফিস পিয়ন এখনো জল খাবার খায়নি।


আচ্ছা, ভাবা যাক!
কনকনে ঠান্ডা শীতের রাতে মাঝির নৌকায় যাত্রী বসেনি।


তবুও প্রতিদিন প্রতিক্ষণ মানুষ স্বপ্ন দেখায় বিভোর।
রোজ সকালে চায়ের টেবিলে পড়ে পত্রিকার খবর।
রোজ রাতে ফোনালাপে পরিবারের নেয় খোঁজখবর।
দূরে থেকে দূরে বহুদূরে পৌঁছায় অমলিন আদর।