আমার ছোট্ট খুকুমণি
খিলখিলিয়ে হাসে।
তার হাসিতে খুশি হয়ে আমার বাবা কাশে।
দৌড়ে গিয়ে  ফেলে এটা সেটা
রাগ করে না কেউ।
হাতে লাটি নিয়ে দৌড়ে যায়
কুকুর করলে ঘেউ।


মিষ্টি করে হাসে সে যখন
খুশিতে ভরে ঘর।
একটু দেরি হলে কাঁদে সে
কিছুতেই সয়না তর।


জানালা দিয়ে দেয় সে উঁকি
দৌড়ে গিয়ে পালায়।
লুকিয়ে বারবার করে লুকোচুরি
দেখা দেয়না আমায়।


তার সেই  উঁকি লুকোচুরি
কাঁদায় বারেবার।
চলে গেছে বছর আগে
আমায় করে সে পর।


হায়রে নিষ্ঠুর কালো জ্বরে
দিয়ে গেল আমায় ফাঁকি।
জানালা দিয়ে এখনও বারেবার
খুকুমণি দিয়ে যায় উঁকি।