শেষবার যখন লজ্জা পেয়েছিলে,
সূর্যমুখী ফুলও মুখ ডেকেছিলো,
শেষবার যখন খিলখিলিয়ে হেসেছিলে,
সাদা বক আর কাশফুলের মেলা বসে ছিলো।,
শেষবার যখন চোখমুখে রাগ করেছিলে,
দূর গগনে বিদ্যুৎ চমকাচ্ছিলো,
শেষবার যখন বকুল তলায় দাড়িয়ে ছিলে,
ঘাসফড়িঙ আর মৌমাছি গান গেয়েছিল,
শেষবার যখন কপালে লাল টিপ দিয়েছিলে,
বিখ্যাত মোনালিসাও লজ্জায় ঘোমটা দিয়েছিলো,
শেষবার যখন মায়াবী চোখে কেঁদেছিলে,
আকাশেও অঝোরে বৃষ্টি ছিলো।
শেষবার যখন অভিমান করেছিলে,
আমি পথ চেয়েছিলাম, তুমি ফিরে আসো নি।