ঘাসের ডগায় শিশিরকণা
ফুল ফুলিয়ে হাসে।
পুকুর পাড়ে কচুরিপানা
মুখ লুকিয়ে ভাসে।


স্নিগ্ধ ভোরে মোরগ ডাকে
কৃষক চলে মাঠে।
গ্রাম্য বৌয়ে কলসি ভরে
জেলে নদীর ঘাটে।


টিনের চালে উঁকি মেরে
সূর্যি মামা ডাকে।
ছোট্ট খোকন ঘুম ভাঙিয়ে
জানালা দিয়ে দেখে।


খেজুর রসে টইটুম্বুর
ভাপা পিঠার মেলা।
হালকা রোদের উঁকিঝুঁকি
শীত সূর্যের খেলা।