লাল কামিজে বেশ লাগছিলো,
যেন রক্তজবা ফুল ফুটেছে।


হাত ঘড়িটি সোনালী রঙের,
রূপের সাথে কথা হয়েছিলো।

কপালে লাল টিপ চিন্হ,
মুচকি হেসে মুখ লুকিয়েছি।


কাজল কালো মায়াবী আঁখি,
সৌন্দর্যে বিমোহিত মুগ্ধতায় ডুবি।


কানে হালকা হলুদ ঝুমকা,
রূপবতী রূপের আগুনে পুড়ি।


সুনিঁপুন কালো দীর্ঘ কেশে,
অতুলনীয় অপূর্ব দৃশ্য দেখি।


দুহাতে একঝাঁক রেশমি চুড়ি,
শব্দের জালে ঘেরা গড়াগড়ি।


আজ দুপুরে যাওয়ার পথে,
আমার পাশের পরের সিটে।


মিটমিট করে বাসের জানালায়,
আকাশের দিকে তাকিয়ে ছিলে।


হাঁটার ছলে পিছনে ফেলে,
দুই তিনবার তাকিয়ে ছিলাম।


জানিনা তুমি বুঝেছিলে নাকি?
অচেনা পথে হারিয়ে ফেললাম।