মসজিদ মাদ্রাসায় দিলে দান
কল্যাণমূলক কাজে দিলে অনুদান।


মন্দিরে দিলে চাঁদা দক্ষিণা
বিচার মজলিশে দিলে জরিমানা।


স্কুলে দিলে ফিস
তালাক দিলে খোরপোষ।


স্কুল থেকে পেলে বৃত্তি
অনুপ্রাণিত করলে ভূর্তকী।


জামাইকে দিলে পণ
ব্যাংক থেকে নিলে ঋণ।


স্ত্রীকে দিলে দেনমোহর
সরকারকে দিলে কর।


যে কাউকে দিলে ধার
সুদ আসলে শতকরা হার।


অবসরে নিলে পেনশন
অপহরণে দিলে মুক্তিপণ।


শ্রমিককে দিলে মজুরী
চোরে নিলে চুরি।


বয়স্কদের দিলে ভাতা
বেশি দান করলে দাতা।


কর্মচারীদের দিলে বেতন
বকেয়া থাকলে কর্তন।


সুপারমার্কেটে মুল্যে
বাড়িওয়ালাকে দিলে ভাড়া।


সবজি কিনলে দাম
হোটেলে দিলে বিল


হোটেল বয়কে দিলে টিপস  
মোবাইলে দিলে লোড।