শুধু মরুভূমির বুকে চেয়ে থাকা,
শুধু সাগরের ঢেউয়ে ছবি আঁকা,
শুধু আকাশপ্রান্তে সুদীর্ঘ স্বপ্ন দেখা,
আর এক নিমেষেই -
চোখ বুঝে তোমায় কাছে পাওয়া।


শুধুশুধু রাত-বিরেতে ইনিয়েবিনিয়ে কথা বলা,
শুধুশুধু হাতে হাত রেখে নদীর কিনারায় ছুটে চলা,
শুধুশুধু অজান্তেই গাঙচিল রূপে আকাশে দোলা,
আর এক নিমেষেই -
গভীরতম স্বপ্ন ভেঙে যাওয়া।


শুধুশুধুই অকারণে চোখের জলে ভেসে যাওয়া,
শুধুশুধুই অনুভব অভিমানে বিরহের গান গাওয়া,
শুধুশুধুই অসহ্য দমকা হাওয়া পাহারা দেওয়া,
আর এক নিমেষেই -
দীর্ঘতম কবিতার মাঝে লুকিয়ে যাওয়া।