হঠাৎ কখনো দেখা হয়ে গেলে।
কয়েক বছর, দুই যুগ পরে।
হতে পারে,
কাঠফাটা দুপুর, ক্লান্ত বিকেল
অথবা বৃষ্টিমুখর কোনো সন্ধ্যায়।
অপরিচিতের মত হেঁটে চলে যাবে?
হৃদপিন্ড?
সে-তো চুপ থাকে না।
কতকিছু বলে! কতকিছু!
দেহপিঞ্জর?
ছায়ায় ছন্দপতন অবশিষ্ট ধোঁকা।
শ্বাসনালী সংগহ পরভৃৎ বোকা।