মেঘলা আকাশ কী জানে সেই সত্যটি?
বক্ষে তাহার আলোক-মঙ্গল বিরাজি।
উসখুস করে বিদীর্ণে; চায় ঠিকরে পড়িতে,
দুরিতে ছায়াবেষ্টন; দানিতে রঞ্জন,
বিবর্ণ পৃথিবীর স্বত্বাকূলে।


এতো নিষ্ফল চাপাচাপি;
তবুও- তা ক্ষণকাল বিরাজি।
মেঘমালারা ব্যর্থ; ধারণে অমানিশা।
প্রকটে বারংবার নিয়ে নব বারতা।


এ যে পরম সত্য; ফিরে আসে নিত্য
আলোক-বর্তিকারা সদা প্রজ্জ্বল; চির-অম্লান।
বাঁধা পড়ে জগৎ হৃদয়ে, আপন আলোতে
কণ্টক-জঞ্জাল; আপনাতেই নুয়ে পড়ে; ছাড়ি আসন।


------------------------------------------------------
বিঃ দ্রঃ কবিতাটি সৈনিক পত্রিকায় (তমুদ্দিন মজলিস বুলেটিন-২৩; ৫ম পাতায় ) প্রকাশিত (১ জুন ২০১৮) হয়েছে।