দেখে ঐ খেমটা নাচন, ঘোমটা খোলা রূপের বাহার।
  দুলে যায় এই দোদুল্যমান, নিমীলিত মনের আধার।


   শুনে ঐ গুন গুনানী,         ভেসে আসা সুর লহরী
   মোহিনী হ্রদয় চায় স্খলি, গলে পরে তম ঘুঙুরি।  


   পরশে ঐ শ্নান্তিহারী, মৃদুমন্দ শীতল পবন।  
   ছুঁয়ে যায়, হই আবেশী, তনুমনে কিলবিলিয়ে যায় শিহরন।    


   ঘ্রাণে ঐ ফুলের সুভাস, রঙ্গিন করে চিত্তখানি।
  দিক হারা এই প্রেমিক প্রভাস, তারে নিত্য করে ঘর ছাড়ানি।