যদি নাই পাও দিশা,
চারিদিকে নাই আলো; শুধু অমানিশা।
যদি নাই পাও কূল,
ফিরতে তুমি মরিয়া; চাও অনুকূল।
যদি নাই থাকে বাঁচার অবলম্বন,
কে জানে কাল, মরা ডালেও তো জাগে প্রাণ।
দিকে দিকে জাগে নব তীর,
নব আলোয়, গড়ে ওঠৈ নব নীড়।
তাই হাল ছেড়োনা বন্ধু—জাগো,
আরো জোরে হে!, আরো জোরে নাও বাও।


.............................................
সন্ধ্যা ৭টা।
মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা।