ক্ষণিকের হাঁসিতে হেসোনা এ মন; সুখে
কভু পড়োনা তুমি বিহ্বলে লুটিয়ে।  
আজ যে হাঁসি তোমার মুখে,
কাল তা রবে অপরের শ্রী হয়ে ।      
ঈষৎ স্বস্তিতে ভরে যে মন
শান্তির দেখা, হয় তা নিস্ফল।


ইরাদে কুটিল, যে ভরপুর ছলে
তব মুখের  হাঁসি যেন মেঘে ঢাকা করে।
সরল সহজে গড়ে জীবন যেই জনে
পূর্ণিমায় বাঁধা চাঁদ হলেও, হাঁসে একদিন নুরে।


জিগাতলা, ৩৩/এ, মনেশ্বর রোড, ঢাকা।
রাত্রি ৭.৩০ টা । ১১/০৩/২০১৮