ঘনন ঘন মেঘ, মেঘে ঢাকা আকাশ
বায়ু রুদ্ধ, আঁধার সম, গুমোট চারিপাশ।
কি যেন ভাবি, আকাশরাজি, ক্রুদ্ধ  প্রকাশে
ভীম-সম ফুঁৎকারে, প্রস্তুত’ও সর্ব-বিনাশে।  


অপেক্ষায় উন্মাতাল-
এখনি বুঝি ডামাডোলে, লন্ডে ভন্ডে, বেগী সমীরণে
আপন সীমা ভেদী জানাবে পড়শিরে, তাণ্ডব নৃত্য-ণে।
আজি ঝরাবে বুঝি অগ্নি-বারি, লাভা, এসিড সবই
ক্ষেদ মেটানো অন্তরজ্বালা, ঢালবে ইচ্ছে খুশি, জমা যত তারই।


সকাল ৮ টা, ২০১৪
শিবপুর হাট।