বিধি বুঝি হায় গড়িয়াছে তোমায় বড়ই আদর করি
যুগ যুগ ধরে জমানো তুলির লইয়া রুপের ঝুড়ি ।
বসে আনমনে ইচ্ছা মতন গড়িল সে তোমায়
যত রুপ তাহার ছিলগো জমা দিলো গো তোমার গায়।
তুলির আঁচড়ে ফুটাইয়া তুলিলো তোমার অংঙ্গ খানি
লজ্জায় ডুব মারিলো দেখে সাগর জলের রাণী।
উঠিল রবি চন্দ্র তারা হাসিলো বনের ফুল
ছুটিলো প্রাণের উচ্ছ্বাসে হাওয়া ভাসায়ে নদীর কূল।
প্রকৃতি সাজিলো মহা আনন্দে তুমি আসিবে জেনে
মজিলো কানন কাকলির সুরে হাসি আর গানে গানে।
ফুলে ফলে জলে মধুময় হইলো এ জগৎময়
সাগর নদী বিহ্ববল আজি ঢেউয়ের দোলায়।
শত রকমের শত আয়োজন শত শত রুপ রাশি
তোমার লাগি বসাইলো বিধি গভীর আঁধারে শশী।
চাহিয়া দেখিলো পূর্ণ হইলো তোমায় সৃষ্টি করে
বহুক্ষণ ধরে নিরক্ষীয়া তোমায় পাঠাইলো সংসারে।
হেথা এসে তুমি আমারি নয়নে জগতের সেরা ফুল
ওগো নন্দিনী, তুমি আমার আদরের পুতুল।