সরষে ফুলের হলদে শাড়ি
আবির রাঙা মাঠ,
পাশেই আছে খেয়া মাঝির
পাড়া পাড়ের ঘাট।
হেথায় যেতে আঁকা বাঁকা
দীর্ঘ সরু পথ ,
ফুলের গন্ধে পথ হারিয়ে
উড়ে হাওয়াই রথ।
তারই মাঝে শ্যাম বালিকা
উড়ায়ে তার কেশ ,
দূর নীলিমায় হারিয়ে যাবে
যেথায় পথের শেষ।
সেথায় নাকি বসে আছে
মন যমুনার পতি ,
মালা খানি পরায়ে তারে
ফিরবে ঘরে জুটি।
আর রবে না একলা সে
ভুলেছে ছেলেবেলা ,
তাই বালিকা পণ করেছে
বদল করবে মালা।
এমনি করে দিন কাটে গো
স্বপ্নে বাধে বুক ,
রোজ সকালে যায়রে দেখা
শ্যাম বালিকার মুখ।
হাসির ছটা সদা মুখে
নাইকো সেথা লাজ ,
নদীর জলে ভাসায় শেষে
হলুদ রাঙা সাজ।