মহান তুমি উদার তুমি, তুমি বিশ্বজয়ী
তুমি আলো তুমি দুয়ার তুমি প্রিয়া নারী।
তুমি হলে ছায়া পথের সুদূরিকা মেয়ে
সীমাহীন প্রান্তরে যাও হেসে গেয়ে।
সেথাকার আলো মেখে তুমি হলে জ্যোতি
আজ তাই এত কিছু এত উৎপত্তি।


রবি জাগে গৌরবে তবে মুখ পানে
চাঁদ উঠে সৌরভে সুভ্র নারীর টানে।
তোমা বিনে অন্ধকার এ জগৎময়
সকলি বেড়ে উঠে তোমারি ছায়ায়।
তোমারি মমতায় মাখা সুরভিত মন
যার দ্বারা আলোকিত এ বিশ্বভুবন।


যত প্রেম ধরার মাঝে শিখিয়েছো তুমি
সাজিয়েছো সংসার নিখিল ভূমি।
যেমন তৃষ্ঞা মেটায় অবনীর স্বচ্ছ জলে
তেমনি রেখেছো ওগো তোমারি আঁচলে।
মিটিয়েছো সৃষ্টির পরিপূর্ণ স্বাদ
সকলের তরে তোমার সেবময়ী হাত।


নদী না বইতো ধরায় তুমি না এলে
সুফলা না হতো পৃথী পরিশুদ্ধ জলে।
হারাতো জগৎময় সুসজ্জিত জীবন
তোমার মতো কেউ নাই এমন অমূল্য রতন।
আলোকিত করেছো সব জীবন তরী
তোমার পরিচয় তুমি জ্যোতির্ময় নারী।