আঁখি দুটি ঘুমে মরা!
রাত্রি তবু করিয়া ত্বরা
কখন যে ফুরায়ে গেছে -,
প্রতিদিন যেভাবে দিন সন্ধ্যা পউশ-নিশার হতেছে অবসান!
পৃথিবীর মর্মে- অদ্য ভোরের পড়েছে আহবান;
ভরা ফসলের ক্ষেতে রঙিন প্রজাপতিদের মতো
যে নারী এলোকেশী প্রতিদিন ফিরে-
শস্যের গন্ধ বুকে আঁকাবাঁকা পথে
মাতালের মতো তব চলে যায় শরীর এলায়ে;
দিনের সঞ্চিত ক্লান্তি অগ্নিপরিধির দিকে-
আকাঙ্ক্ষার ঘোর ভেঙে
খেয়ালের খেলাঘর যায় টুটে,
রূঢ় রৌদ্রের আঘাতে
ঘাসের স্তন থেকে ঝরে পড়ে যেমন
শিশিরের তুষার কণা গুলি।।