প্রকৃতির সব অভিন্ন চিহ্ন থেকে দু- চোখ ফিরিয়ে
পৃথিবীর সব মানুষের মাঝে
আমি শুধু তারেই দেখেছি এক অনন্যা;
যার হৃদয়ের আস্বাদ পেয়ে
আহ্লাদের অবসাদে অবকীর্ণ শরীর!
এইখানে, বোধের জগতে --
এলায়ে পড়ে যেন ফলন্ত ধানের মতো ক'রে;
যেই বাতাস একবার এসে চলে যায়
শুধু তার সূক্ষ্ম দেহের নরম ছোঁয়ায়
বিবশ করে দিয়ে যায় তনু মন;--
দিতে চেয়ে নিমিষের শান্তি-তব কি শীত
তুষারের মতো বোধ করি হৃদয়ে!!