দ্বারের কাছে হেনার গন্ধ,
বেহুশ হাওয়ার পাখায় ভেসে-
আসছে বুঝি দূর সোহাগির আলতা পায়ের
নূপুর-ছন্দ,
গীতহারা প্রাণ গায়নি তব, নাই যে সখি পাশে;
ব্যাথার বীণা ধূলির প'রে-,
বিষাদহর্ষ গেঁথে, মৌন গানেতে সুর তুলেছে
হৃদয় বুঝি হয়নি রে মোর বন্ধ !
দ্বারের কাছে হেনার গন্ধ,
জ্যোৎস্না-বধির রাতে-
ঘুম-কুমারীর আর্দ্র শরীর
হলো রে আজ তৃষ্ণা অধীর ;
কোথায় তোরা ক্লান্ত প্রেমিক
বোধহারা সব আশেক?
প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে চক্ষু দুটি ভোজে,
অন্ধকারে শূন্য পাত্র লস'নে এসে খুঁজে ;
যৌবন কোন নিশিতে যে যায় ফুরিয়ে কবে !!