হে সুদূর, আমি যে পরবাসী
তোমার ভাষা নাহি জানি,
তব কি শুধাও সতত?
জানিবার আশে, চেয়ে থাকি বাতায়নে
তব তোমারে না দেখিবারে পাই,
ওগো সুদূর, বিপুল সুদূর-
তোমার ঠিকানা নাহি জানি,
তব ব্যাকুল উৎসুক
আমি সুদূরের পিয়াসী,
তব ডানা নাহি মোর
উড়িবার বৃথা প্রচেষ্টায়!!!
....................................