কোথায় ফিরি'ছ ভাই দেউলিয়া মুসাফের?
জীবনের এই অসীম দীনতা ল'য়ে,
ঘুমায়েছ কোথা ফের,-ক্লান্ত দিবার শেষে
নিভে যায় যবে মণিদীপ;- জীবন-সরাইখানা'র জীর্ণ দেয়ালের প'র,- ঘুমের শিয়রে হয়তো মৃত্যু দাঁড়ায়েছে এসে; দেখ নাই তুমি তারে, সারারাত- ক্ষুধিত প্রেতের মতো চেটে চেটে খেয়েছে আয়ু- ঘুরায়ে দিয়েছে জীবনের কাল;
আজ মরণ সাহারা জাগিতেছে প্রাণে তাই--
শ্মশানের পানে ঝোঁকিয়াছে আঁখি !
হয়তো কোনোদিন আকস্মিক তার হাতে পড়িবে ধরা,
ধরণী ব্যাপিয়া বিছায়েছে যে তার মায়াবী-জাদুজাল!!!