হে মোর প্রিয় --


আজি এ আষাঢ়ে ফুটেছে কদম
দেখো ঐ শাঁখে শাঁখে।


হেলেছে দুলেছে দক্ষিণা বাতাসে,
আজি এ আষাঢ়ে বারে বারে তোমারেই মনে পড়ে।


দেখো ফুটেছে কদম
মনের-ই ঘড়ে --
কদমেরই গন্ধে
মনের আনন্দে
পড়াবো মালা তোমার-ই
গলে।


আজি এসো তুমি মোর ঘড়ে...!!
তোমায় করিব বরণ,
রেখো না কোন শরম।
.
কাজল কালো আঁখি
দিওনা আমায় ফাঁকি।
আজি এসো তুমি মোর ঘড়ে --!!
.
কবি আজ নিশ্চুপ
তাই ভাবে অপরূপ,
তোমার রুপের উপমা তুমিই নিজে ।
কাঁদাবেনা আর মোরে,,
এবার নাও হে তুমি আপন করে,,,
তোমার মনেরই ঘড়ে
রেখো আমায়,
জনম জনম ধরে ।


আজি বারে বারে তোমারেই মনে পরে ------!!!