মিছে এই দুনিয়ায় কেউ কারও নয়
স্বার্থের কারণে করে অভিনয়;


স্বার্থ আছে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ
এমনি করিয়া চলবে কি,এ ভব জীবন?


মিছে এ মায়ার বাঁধনে জরায়ে আমারে
যেমনি নাচাও তেমনি নাচি এ ভব সংসারে!


দুচোখ ভরা স্বপ্ন আমার ঘোম তো আসে না,
স্বপ্নের বাড়ি যাব কেমনে উপায় বল না?


আমি এক আজব ছেলে কষ্ট পেলেও হাসি ;
দুঃখ কষ্ট অভাব আমার নিত্য দিনের সাথী!


তবুও আমি স্বপ্ন দেখি সুন্দর দিনের লাগি
দয়া কর মালিক মাওলা, আমি অধম ভিখারি।