১.
নন্দিনীর বুকে প্রেম
মরে যায় ক্রমে
পতিদেব পায়নাকো টের
শরীরটা ষোলোআনা ভোগে
তৃপ্তির ঢেকুর তুলে তবু
মন থেকে যোজন যোজন দূরে-
রয় পড়ে - আরো দূর ঢের...

২.
তৃপ্ত পতিদেব
যখন ঘুমে পড়িয়াছে ঢলে
আকাশে জাগিছে ক্রমে
মস্ত রুপালী চাঁদ
হু হু বাতাসে যখন জানালায়
পর্দা গিয়াছে সরে কিংবা
দুলিছে পর্দা থেকে থেকে
জানালার ফাঁক দিয়ে ঐ দূর রাতের আকাশে
নন্দিনীর কালি-পড়া চোখ
কী যেনো কার মুখ যেনো খোঁজে
আজকের ঐ রুপালী চাঁদের মুখে
মরে যাওয়া তাপসের মুখ সে-কি দ্যাখে
বুঝিবা তাপসের প্রেম
চাঁদের আলো হয়ে আজকের ঐ রাতের আকাশে
ছড়ায়ে রয়েছে – যেনো – ভাসিছে বাতাসে...