যেদিন আমরা
আগুন জ্বালাতে শিখলাম
সেদিন-
ভয় এবং উচ্ছাস
দু’টোই
আমাদের মনকে উদ্বেলিত করেছিলো।


সেদিনই প্রথম জেনেছিলাম
মানব-মানবী
রাতের আঁধারে আগুন-আলোয়
একে অপরকে দেখতে পেয়ে
কতোখানি পুলকিত শান্তি
করে অনুভব;


দু’জনের চোখের তারায়
বিদ্যুৎ কতোখানি চমকায়
রাতের আবিষ্কৃত আলোয়
সেটাও সেদিনই প্রথম।