এত মানুষিক কষ্ট,
এর আগে আর কোনোদিন অনুভব করিনি।
এত অস্থিরতা,
এর আগে আর কোনোদিন অনুভব করিনি।
আমি আপাদমস্তক শরীরে,
ব্যথার  তীব্রতায় কাতরাচ্ছি,
কেউ এসে দেখেনি।


জীবনের বিনিময়ে যদি জীবন মিলে, তাহলে
আমি উৎসর্গকারী হব নির্দ্বিধায়।
আমার আজীবনের যাবতীয় সুখের,
আমি উৎসর্গকারী হব নির্দ্বিধায়।
তবুও আমার বুকের মানিক থাকুক স্বাচ্ছন্দ্যে।


চোখের দেখায় দেখিনি,  তবুও
আমার চোখ দর্পিত হয় বারে বারে।
বুকের ভিতরদিক স্পর্শ করে মায়াবী দর্শনে
আমি দেখি দর্পণতল কী অস্থিরতায় ব্যাকুল
মায়ার পৃথিবীতে এ কী দর্শন বিধাতার!
উৎকৃষ্ট বন্ধনে রক্তের সাথে রক্তের টান।
__________________________
প্রথম প্রকাশঃ ২৮/০১/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)