নিমিষেই তোমার গোড়ার দিকে আটকে যাই
অজ্ঞাতনামা মৃদুমন্দ বাতাসে নিরুদ্যম
এক গুচ্ছ ফুলেল শুভেচ্ছায় কারা যেন
কোনো স্বর্গীয় দ্বীপাঞ্চলে শরতের ফুল ফুটিয়েছে!
সৌন্দর্য সম্ভোগ কিছুতেই আমাকে গিলে খায়নি
আমি অনাহারী ক্ষীণ দেহে ছটফট করছি।


তোমাদের তামাশা বোধহীন!ক্ষুধান্বিত দেহটিকে অস্থূল ভেবে অস্থিমজ্জায় তুলে দিলে ক্ষুরকর্ম।
জীবনের মানে যে বোঝেনি
যে জানেনি ভালোবাসতে,
সে এখন ভালোবাসে
সমুদ্রের মত নিরবধি বয়ে চলতে।


দীর্ঘপথ পাড়ি দিয়ে সে চলে
বুকের গভীরে ক্রন্দন হয়ে
আনুকূল্য বিগত যৌবনা,সে মরে ধুঁকে ধুঁকে
কোথাও চিত্ত মনোরূপ খুঁজেনা,দেখেনা আড় চোখে
সে এখন ভালোবাসে কোঁ কোঁ করা শব্দে রুখে রুখে।


আঁখিতে জল পড়ে জ্বলে উঠে হীয়া
বিয়োজনে গভীর প্রেম উঠে উথলিয়া
সে জানে এখন সবই হাহাকারে মরে
সে জানে এখন সবই অচল অন্ধ ঘরে।
---------------------------------------------
(নতুন বছরের প্রথম কবিতা)
রচনাকালঃ ০৩/০১/২০১৮ ইং
ইউ,এ,ই, (দুবাই)