উৎসর্গঃ '৯৫ব্যাচ পুনর্মিলন সকল বন্ধুদের।


মিয়াবাজার লতিফুন্নেছা  উচ্চ বিদ্যালয়
চৌদ্দগ্রাম, কুমিল্লা।


দীর্ঘ তেইশটি বসন্ত পেরিয়ে
আজ আমরা দাঁড়িয়েছি এক বৃত্তে।
ছড়িয়ে ছিটিয়ে এপারওপার হয়েছি বিশ্বময়,
তবুও প্রাণের টানে বক্ষ লয়ে
আজ হয়েছি একাকার।


সেই কবেকার কচিকাঁচা সবুজের পত্রমঞ্জরি,
আজ ফুলে ফলে ভরপুর এক সৌরভ অঞ্জলি।
চারিদিক ভরে তুলেছে সুভাষিত হয়ে,
কেউ হয়েছে বিদ্যাপীঠের মহাশয়,কেউ ব্যবসায়ী।


কেউ বিদেশ ঘুরে, কেউ রাজনীতি
কেউবা  দ্বীনের কাজে আপন মনে
ভালোবেসে করছে বন্দেগী।
কেউবা করছে দেশের সেবা
ভালোবেসে মানুষ।
এইসব দেখে গর্বিত হই
প্রাণের বন্ধুপ্রীতি।


তোমাদের স্মরণে অনুকরণে
আজ আমি বিমোহিত,আজ প্রতিটি সময়
শিহরিত দোলা দেয় প্রাণে।
আমরা ভাই বন্ধু সম্মিলিত একই সুরে,
বার বার ফিরে আসুক,
এই প্রাণের আসর প্রীতিভরে।
---------------------------------------------
রচনাকালঃ ২২/১২/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)