দু'টি কথা লিখতে উথলিয়ে উঠি, কি লিখবো?
আচ্ছা লিখেই ফেলি,তোমার "দু'টি চোখ"।
কী অমোঘ,মায়াবী দৃষ্টিসুখ;
শুধু জীবনের কথা বলে যায়।


মর্মস্পর্শী, মর্মস্থলে দেখি...
দুঃখিনী মায়ের ছেঁড়া কাপড়ে,
অবুঝ শিশুর শুভ্র হাসি...
নিষ্পাপ এই হাসির ভিতর দেখি মহাসিন্ধু।


বনানী সৌন্দর্যরূপ, শত বৃক্ষ পাখপাখালি,
জলপাই, আমলকী, আমড়া, জুই, দেখি
পলাশ শিমুল হাজার ফুলের পশরা।


কৃষ্ণচূড়ার সতেজ দেহে...
রক্তিম ছবির শীতলতা দেখি।
ফাগুনের আগুন ঝরা রোদে দেখি সুমিষ্ট বাতাস, দেখি  ভালোবাসার বুকে চিরবসন্ত।
_________________________
প্রথম প্রকাশঃ ০৮/০৫/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)