জীবন যেখানে অসহায় সেখানে সোনা-দানা,
মুক্তো কড়ি সবকিছুই অর্থহীন।


সুখের নামঃ
খোলা ময়দানে, বনের গহীনে,শত
ব্যস্ততার মাঝেও নিদ্রার কুসুমকলি;


দুঃখের নামঃ  
সোনার পালংকে তাজমহলের অপ্সরীর বুকে পাঁজর ভেঙ্গে এক ফোটা নিদ্রার জন্য হাহাকার;


সবকিছুই বৃথা যদি ভালোবাসার স্পন্দন
আপনাকে আমাকে স্পর্শ করতে না পারে।
তাইতো বলি,তুমি থেকো আমার পাশা-পাশি
আজীবন ভরে।


মরনের পর যদি আমার চোখ দুটি
চেয়ে থাকে তোমার পানে
তোমার কোমল হাতের পরশে মুছে দিও
আমার দুঃখ গুলি।
--------------------------------------------------
রচনাকালঃ ১১/০৬/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)