করুণাময় দয়ার সাগর তোমার দয়া চাই
তৃষিত বুকের এক'ফোঁটা রক্ত করো সঞ্চয়
আমার প্রতিবেশী আমার স্বজন অসহায়
খাদ্য বস্ত্র বাসস্থান এদের সম্বল কিছুই নাই।


কত সুন্দর সৃষ্টি কত কল্যাণকর এই ধরণী
তারি মাঝে বেঁচে আছে সহস্র অনাহারী
রক্তে-মাংসে গড়া স্নিগ্ধে ভরা
সোনার দেহে চলে বিনিদ্র ক্ষুধার জ্বালা।


দিনরাত্রি সকাল বিকেল সন্ধ্যা
জীবনের প্রতিমুহূর্ত কেন এত মন্দা?
কেন এত অসহায়ত্ব জীবনপথ?
কেনইবা ধরিত্রী তাদের করে ধিক্কার!


অসংখ্য সভ্য মানুষের ভিতর
সভ্যতা'র চাদরে নেই আজ একটু উষ্ণতা
যুগের পালাবদলে ঘিরে ধরেছে কুয়াশা
স্বার্থান্ধ হয়ে ঘুরছে নিজ নিজ সবাই।


সময়ের ফোঁড়ে একদিন সকলেই হবে অসহায়,অবধারিত নির্দিষ্ট ঠিকানায়
সৃষ্টি'কূলের শ্রেষ্ঠ জীব আমরা মানুষ
তবে মনুষ্যত্বের দ্যোতি কোথায় জলাঞ্জলি?


একমুঠো খাবার জোগাড়ে পথে পথে
এরা পরিশ্রান্ত ক্লান্ত সর্বসহা
দুয়ারে দুয়ারে ঘুরেফিরে মিলে
অমানবিক বেদনা গঞ্জনা।


হে দয়াময়  দয়ার সাগর তোমার দয়া চাই
তোমার করুণার'কিরণ জ্বালিয়ে দাও
এই পাষণ্ড মানুষের ভিতর
এদের ভরসা নেই এরা সবাই অন্ধ ছাই।


সমাজ এদের স্বীকৃতি দিয়েছে
কেউ হয়েছে মোড়ল কেউবা সেবাকারী
কেউ হয়েছে জিন্দাবাদের বড় কারবারি
সবাই সবার স্বার্থসাধন করছে নিরিবিলি।
__________________________
প্রথম প্রকাশঃ ২৭/০১/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)