আজ তোমাদের বিস্ময়কর উপস্থাপনায়
আমার চোখের কোণে নোনাজল
নিঃশব্দে ব্যাকুলিত  হয়েছে।


আর কী অসহ্য যন্ত্রণায় উদগ্রীব হীয়ায়
পাথরের মূর্তির মত নিস্তব্ধ হয়ে
বোবা কাঁন্নায় ঝরেছে শত বর্ষার জলে।


যখন ফাগুন এসেছিলো তিন বসন্তের ওপাড়ে
সে এখন অতীত ;কত ঝড়ঝাপটা
আর কালবৈশাখীর তাণ্ডবলীলা।


সবকিছু পেছনে রেখে যেদিন
প্রথম পঞ্চম শক্তি মেলে ধরি সেদিন তোমাকে
সাহসের দিব্যি দিয়ে নয়নের মণি করে রাখি!


আর এখন তুমি জনদর্পণে আমাদের শেখা বুলি
সংস্কৃতি কৃষ্টি কালচারে কী অপূর্ব রাখো তুলি
আফসোস কী শিখালাম!আর কি  দীক্ষা দিলে?


সবকিছু এখন অভিজ্ঞতার সঞ্চয়ে রেখে
সুখ-দুঃখ,প্রাপ্তি-অপ্রাপ্তি, মানুষ -অমানুষ
এই অভিনয়ের মঞ্চে  কত রূপ দেখি!
------------------------------------------------------
রচনাকালঃ ২১/০২/২০১৮ ইং
ইউ,এ,ই,(দুবাই)