এতটুকু পথের সন্ধানে দূর দ্বীপে যেওনা
সমুদ্রজল দেখিতে হিমালয় উঠোনা
আপন যত্নে দেখো সবকিছুই রয়েছে
চোখের সীমানায় মনের ঠিকানায়।


অবাক!হতবাক!!আর সবাই নির্বাক!!!
মগজ'ধোলাই চলিতেছে!
নির্ঘুম রাত্রির অবধারিত কালোরঙ
জ্যোৎস্নার রঙটাও মন্দা!


এখানে সবকিছুই আছে, একটু সস্তায়
গুণে কম হলেও বাজে অতি মজ্জায়!
গুণের সাগর কী আর পাড়ি দেয়া যায়?
রূপের সজ্জায় রূপমা না পড়ে লজ্জায়।


আসুন, চোখ মেলি দেখি জগতের রূপ
ভক্তিতে কেউ বিশ্বাসের ঘরে জ্বেলেছে ধূপ
কেউবা জ্বলে জ্বলে ছাই হয়েছে ধুপে
কেউবা প্রণাম করে চুপেচুপে হয়ে নির্ভর।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ২৩/১২/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)