মৌমাছি গুলি উড়তে দেখেই চমকিত হলাম!
এখানে ওখানে ফুলের গন্ধ নেই,নেই অরণ্য প্রাণ।
এখানে মরু পাহাড়ি থরে থরে জমেছে, যেন
শত জন্মের'শোধ দিতে বুকের ব্যথায় নিথর হয়ে
স্তুপে স্তুপে সাজিয়েছে বালির টিলা।


খাঁ খাঁ করছে উন্মুক্ত মরুরেখা'র তেপান্তর।
হয়তো দূরে কোথাও কোনো'খানে,
খাদ্যরস ঠোঁটে  করে এখানে নিয়ে আসে।
বালির টিলায় এক'টুকরো মৃত্তিকাভেদ করে
কী করে এমন শৈল্পিক আবাস গড়ে তোলে!
__________________________
প্রথম প্রকাশঃ ১১/০২/২০১৬ ইং
ইউ,এ,ই, (আল-আইন)