বিশ্ববিদ্যালয়ের পড়ার সাথী মিতা,
একদিন বলেছিলো আমায়।


তীব্র শীতে জলের উপর ডানা ঝাঁপটে,
দলে দলে সাঁতার কাটে হাঁসে।
মাঘের শীতে বাঘ যেন,
হাঁফ ছাড়িয়ে বাঁচে।


জমিন উর্বর বীজ ভালনা,
ফলন কিসে হবে?
সর্বনাশী পোকামাকড়,
সব করেছে ছারখার।
__________________________
রচনাকালঃ ১১/০২/১৯৯৯ ইং
মিয়াবাজার,চৌদ্দগ্রাম, কুমিল্লা।