রাতটি ছিলো বেশ ছন্দময়
তোমার একাকী নীরব প্রার্থনার ভিতরে
আমি নিজেকে সাজিয়েছিলাম
দুই যুগ আগের পূর্ণ ষোড়শীতে!


তুমিও ছিলে একাকী অকুণ্ঠ ষোড়শ
তোমারে দেখেছি সৌষ্ঠব দেহের ভিতরে
ভাঙ্গনের এক যন্ত্রালয় মরিচাধরা পারদ
যতবার দ্বার খুলেছো
আমি উৎসাহী ছিলাম
     উন্মুক্ত ছিলাম।


তোমার নিরুৎসুক মন
আমারে ব্যথিত করেছে
তোমার যত কল্পনাবল
আর মনেরগোল
সবকিছুই স্পষ্ট ছিলো
      আমার ভিতর।


ইচ্ছে করেই আমি
তোমার ইচ্ছেজাগা ঘুমিয়ে রেখেছিলাম,
তোমার আসা যদিও স্পষ্ট নয়
আমি ঠিকই বুঝেছিলাম
    কেন এই অভিনয়!


পাশাপাশি বসে আমার মাথায়
হাত বুলিয়েছ
সে হাতের স্পর্শে
আমি জেগেছি, চেয়েছি।
তারপর পথ ফুরিয়ে গেলো,
আমি আমার গন্তব্যে
তুমি তোমার গন্তব্যে
     চলে গেলে।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ০৫/০৭/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)