খুব কষ্ট পাচ্ছি এখন, না দেখে তোমায়।
প্রতিদিন যখন জ্বালাতে প্রতিমুহূর্তে
তখন কী যে ভালো লাগতো!
বলে বুঝাতে পারবনা,
পারবনা বুঝাতে সে অনুভূতি।


ফাগুনমাস এলেই যেমন সবুজ হত হলুদ
আবার অঙ্কুরিত হত হলুদের ভিতর সবুজ
আমি ঠিক তেমনি পিপাসিত হয়ে আছি।
বর্ষার এক পশলা  বৃষ্টির জন্য,
বিদীর্ণ  হয়ে গেছে বুকের জমিন।


কখন যে শ্রাবণের কান্নায় ভেসে যাই,
যদি না দেখি তোমায়।
যদি জ্বালাতন না পাই তোমার
যদি  সবুজের পাতা হলুদ না হয়।
_________________________
প্রথম প্রকাশঃ ০৮/১২/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)