যখন আমি থাকবোনা আর আশায় আশায় অকারণে ,
যেদিন আমার কথা আসবেনা আর অসময়ে তোমার মনে ;
সেদিন নাহয় একটু ভালোবেসো ।
অদৃশ্যকে যখন তুমি এমন ভালোবাসতে পারো ,
নাহয় আমায় তেমন ভাবেই ভেবো ।
এই যে তুমি দুঃখ ভুলে অকারণেই হাসতে পারো  ,
হাসিটা ঠিক এমনি করেই রেখো ;
নাহয় সেদিন একটু বেশিই হেসো ।
যদি কোনক্রমে বাকি থেকে যাই অবরুদ্ধ চোখের জলে ,
দেখো একটু দুচোখ মেলে ,থাকবো আমি মেঘের দলে ;
আসবো আমি মুছতে ব্যাথা ,বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার  ছলে ।