আসবে জানি আমার জীর্ণদশায়
ধ্বংসস্তূপের রন্ধ্রে পাবে তোমার অবদান ।
পরিহাসের হাসি হেসো শ্রান্ত বিকেলে ;
অসীম বিষাদ গড়বে মিনার আমার শবের পাশে
হতাশা-শকুনি উড়বে আকাশ জুড়ে ।
উৎফুল্ল হবেই জানি তোমার অহঙ্কার
প্রত্যাখ্যানই যথাযথ ছিলো ভাববে অবশ্যই -
মিথ্যা হাজার অঙ্গীকারের চেয়ে ।


যদি পাও দেখা ফুরিয়ে যাওয়ার আগে -
কঙ্কালসার স্বপ্নের আশ্রয়ে ,
দেখবে আমার প্রেত-প্রাণ আছে সজাগ ;
অন্তহীন এই তোমার অপেক্ষাতে ।
আত্মগর্বে ভেবোনা নিজেকে সফল
আমার এ ব্যর্থতা তো তোমারও বটে !