হয়তো অনেকদিন পর ,
স্মৃতিগুলো মুছে যাবে, ভেঙে যাবে কল্পনাতে গড়া খেলাঘর !
হয়তো আমিও যাবো দূরে ,
হয়তো আমার কথা মুছে দেবে বিস্মৃতির ঝড় !
হয়তো কোন একদিন ,
আজকের এ বাচালতা হবে শুধু হাস্য-উপাদান !
হয়তো সেদিন ,
অবাস্তব কল্পনারা বাস্তবতার কশাঘাতে হবে খানখান ।


কোন একদিন তুমি হয়তো ভুলবে এইসব ,
মিছে মোহ , ছদ্ম রাগ - কথার পাহাড় ।
হয়তো আমিও যাবো ভুলে ,দৈনিক ব্যস্ততার ভিড়ে ;
অর্থহীন যে কথারা বাড়িয়েছে ব্যাথার বাহার ।


যদি এমনই হয় কোন একদিন ,
জেনে রেখো তুমি , আমি হলেও সেদিন দীন -
মনোহর ও মুখচ্ছবি এ মন থেকে আর হবেনা ক্ষীণ ।।